Type Here to Get Search Results !

Banner 728x90

Best 100 Sad Caption Bangla

Best 100 Sad Caption Bangla


জীবনটা একটা চাঁদের মতো,কখনো পূর্নিমার আলোময় চাঁদের মতো ভালো যায় আবার কখনো অমাবস্যার অন্ধকার চাঁদের মতো খারাপ যায়। অর্থাৎ আমাদের জীবনে সুখ দুঃখ থাকবে এবং এটাই আমাদেরকে মেনে নিতে হবে, কি তাই তো ? সুখটাকে আমরা যেমন সবার সাথে উপভোগ করতে পারি কিংবা ভাগাভাগি করতে পারি, কিন্তু দুঃখটাকে সবার সাথে উপভোগ কিংবা ভাগাভাগি করে নিতে পারি না । মন যখন বেশি খারাপ লাগে অর্থাৎ কোনো কাজে যখন মন বসে না বা খুব কষ্ট হয় তখন ফেসবুকে বা অন্যান্য Social Media তে একটা ছোট্ট স্ট্যাটাস বা একটা বাংলা Sad Caption পোস্ট করে আমরা চুপচাপ বসে থাকি


কিন্তু সেই Caption, Status টা কি সত্যিকার অর্থে আপনার মন মত হয় নাকি ? আপনি হয়ত ভাবতেছেন ভালো Bangla Best Sad Status কোথায় পাবেন ? আপনার কি Breakup হয়েছে ? অথবা কেন জানি কোনো একটা কারনে বা কোনো কারন ছাড়াই আপনার মন প্রচন্ড রকমের খারাপ হয়ে আছে আপনার? বা প্রিয়জন কি আপনার থেকে দূরে চলে গেছে ? সে যাই হোক আপনি হয়তো ইন্টারনেট ব্যবহার করে Facebook এর জন্য Best Sad স্ট্যাটাস বা , WhatsApp এর জন্য Best Sad Status , একা থাকার Bangla স্ট্যাটাস , Best Bangla Very Sad SMS খুঁজছেন ? কিন্তু আপনার পছন্দমত Best Sad Status গুলো খুঁজে পাচ্ছেন না ! আপনার চিন্তা করার আর কোনো কারন নেই আপনার জন্য আমরা Bangla Best Sad Status গুলো বা Emotional Sad status এর এক বিশাল কালেকশন নিয়ে এসেছি ।

Bangla Sad Caption


Bangla sad post

 

   Copy

 

 

Bangla Sad Caption

Sad Status Bangla

 

 

Bangla Sad Caption

Emotional Status Bangla

alone status bangla


 

 

  • কাউকে এখন আর মন্দ কথা বলি না,কারন হয়ত একদিন ক্ষমা চাওয়ার আগেই তাকে হারিয়ে ফেলবো।
  • আমি এখন এতটাই ব্যর্থ যে,কোনো কিছু পাওয়ার আগে হারানোর ভয় বেশি লাগে।
  • পড়ালেখা সেদিনই হারিয়ে গিয়েছিল, যেদিন দরিদ্র নামক সিলেবাসটা নিজ চোখে দেখেছিলাম।
  • একাকীত্ব তখন অনুভূত হয়, যখন ভালোবাসার মানুষ ভালোবাসাটাকে ভেঙ্গে দিয়ে চলে যায়।
  • যতই ভালো কাজ করো না কেন, কারো না কারো কাছে তুমি খারাপ থাকবে।
  • আমার স্বপ্ন গুলো থেকে যাবে, কিন্তু আমি একদিন চলে যাবো।
  • টাকা হওয়ার পরের বন্ধু গুলা হচ্ছে লাইট আর পোঁকার মতো, যতক্ষন আলো থাকবে ততক্ষন থাকবে, আর যখন আলো থাকবে না তখন চলে যাবে।
  • প্রত্যেকদিন যার খোঁজ নিই,হয়ত সেও একদিন নিখোঁজ হয়ে যাবে।
  • কিছু কিছু দারিদ্রতার কাছে সম্মানটাও হার মানায়।
  • ভালোবাসার মানুষ আর বিশ্বাস হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না।
  • শুধু মাএ বেকার ছেলেরাই জানে বাস্তবতা কতটা নিষ্ঠুর।
  • স্বপ্ন দেখি একদিকে, বাস্তবতা নিয়ে যায় অন্য দিকে।
  • সব কিছুর সাথে মানিয়ে নিতে নিতেই জীবন শেষ।
  • হঠাৎ একদিন হারিয়ে যাবো তিন টুকরো কাফনে, আপন জনেরা বলবে এত দেরি কেন দাফনে।
  • আসলে পৃথিবীতে কেউ কারো আপন হয়না মানুষ আপনাকে তখনই মনে করে যখন তার সময় কাটে না।
  • শখের প্রায় সব কিছুই ত্যাগ করেছি মন তো পাথর হবেই, যার মনে শখ নেই তার আবেগ আসবে কি করে?
  • আমি কখনোই মাফ করতে পারবো না তোমাকে, পারলে এমনিই ভালো থাইকো। তোমারে মাফ কইরা দিলে, নিজের প্রতি অনেক বড় অবিচার করা হয়ে যেত।
Breakup status bangla

Koster Sms

 

 

Bangla Sad Caption
best sad fb caption

 

 

কষ্টের স্ট্যাটাস

Facebook Sad Status Bangla

 

 




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad